কলকাতাঃ আজ বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক যানজট। হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলী ব্রিজ, এমজিরোড সহ একাধিক রাস্তা বন্ধ। হাওড়া থেকে শহরে আসার একাধিক রাস্তা বন্ধ রয়েছে। অন্যদিকে, হাওড়াগামী কোনও বাস যেতে পারছে না বলেও জানা যাচ্ছে। হাওড়া ব্রিজেও একটি মিছিল যাওয়ার সময় সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে চলল পুলিসি লাঠিচার্জ। অন্যদিকে হাওড়া ফোরশোর রোডেও বিজেপির মিছিল আটকালে তারা রাস্তাতেই বসে পরে। ধর্মতলাতেও ব্যাপক জ্যাম। এর জেরে শহরের অনেকাংশে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরাও আটকে পড়েছেন। দুর্ভোগে পড়েছেন রোগীরাও। লালবাজারের সামনে থেকে গ্রেপ্তার মহিলা মোর্চার সদস্যারা । সাঁতরাগাছি ও হেস্টিংসে ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি যুব মোর্চা। সেই মিছিলকে ছত্রঙ্গে করতে পাল্টা টিয়ার গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করছে পুলিস।সাঁতরাগাছিতে মিছিল আটকাল পুলিশ ।পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মী-সমর্থকদের ।পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছুড়ল বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশকর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি । চলছে জলকামান । অভিযোগ, কেমিকেল মেশানো জল ছোড়া হচ্ছে । অন্যদিকে, বিজেপি কর্মীদের রাস্তা অবরোধে পুলিসের সাথে ধস্তাধস্তি বেধে গেল নরেন্দ্রপুর থানার ঢালাইব্রীজ
এলাকাতেও। বিজেপি কর্মীদের নবান্ন অভিযানে যেতে বাধা দেওয়ায় হয়। মিছিলে যেতে বাধা দেওয়ার অভিযোগে ঢালাই ব্রিজে বিজেপির পথ অবরোধ করে। অন্যদিকে হেস্টিংসে অবস্থান বিক্ষোভে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিক্ষোভকারীরা ইট এবং জ্বলন্ত টায়ার নিক্ষেপ করতে থাকেন। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে থাকলে পুলিশ তাদের কাঁদানে গ্যাস এবং জল কামান থেকে রঙ জল ছুঁড়তে থাকে। বেশ কিছু এলাকায় পুলিশকে লাঠি চার্জ ও করতে হয়। বিক্ষোভকারীরা ক্রমাগত পুলিশের উপর ইট বৃষ্টি হচ্ছে। অন্যদিকে বড়বাজারেও মিছিলকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিস। সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস, হাওড়া ময়দান ও সাঁতরাগাছি এই চার জায়গায় ইতিমধ্যেই বিরাট সংখ্যক কর্মী ও সমর্থকদের জমায়েত শুরু হয়েছে। এই চার এলাকা সংলগ্ন সব রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে ইতিমধ্যেই উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশে যানজট শুরু হয়ে গিয়েছে। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন, বাসে অপেক্ষা বহু যাত্রীর। এই চিত্রই সারা শহরে দেখা যাচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ কার্যত বেলা সাড়ে ১১টা থেকেই অবরুদ্ধ হয়ে গিয়েছে। গাড়ি একচুলও এগোচ্ছে না। অন্যদিকে, হেস্টিংস-এর মিছিলের জন্য খিদিরপুর, মোমিনপুর, নিউ আলিপুর, টালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজপথে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের।পুলিশ বারবার অবস্থান বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য নামানো হয়েছে ড্রোন, যেখানে থেকে পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।