কলকাতা

পুজোর আগে সুখবর, আগামী সোমবার থেকে চলবে অতিরিক্ত মেট্রো, বাড়ল রাতের সময়ও

গত মাসের ১৪ তারিখ থেকে লকডাউনের জন্য মেট্রো পরিষেবা চালু হওয়ার পর ইতিমধ্যেই ধাপে ধাপে মেট্রোর সংখ্যা বেড়েছে। সামনেই আসছে দূর্গাপুজো। ফলে সাধারণ মানুষের ভিড় সামলাতে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে মেট্রো রেল ও রাজ্য প্রশাসন।শুক্রবার মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে শেষ মেট্রোর সময়সীমা আরও আধ ঘন্টা বাড়তে চলেছে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো রাত সাড়ে আটটার সময় ছাড়বে। এখন আটটা পর্যন্ত এই ট্রেন চলে। অর্থাত্‍ দু’দিক থেকেই আরও তিন জোড়া করে মোট ছটি নতুন ট্রেন চালু হবে। আসন্ন দূর্গাপুজোর কথা মাথায় রেখেই বাড়ছে ট্রেনের সংখ্যা। বতর্মানে সারাদিন ১২২টি মেট্রো চলে উত্তর-দক্ষিণ করিডোরে। আগামী সোমবার থেকে তা বেড়ে ১৪৬ হবে। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে। যা বর্তমানে ১০ মিনিট অন্তর চলে। এছাড়াও, পুজোর কথা মাথায় রেখে আগামী ১৮ অক্টোবর থেকে রবিবার ৫৮টির বদলে ৬৪টি মেট্রো চলবে। ওই দিন সকাল ১০.১০ মিনিট থেকে পরিষেবা চালু হবে। শেষ মেট্রো সন্ধ্যা সাতটার সময় ছাড়বে। এতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।এখন অ্যাপের মাধ্যমে আগে থেকে নির্দিষ্ট সময়ের ট্রেনে বুকিং করার পর সেই সময় স্টেশনে গিয়ে স্মার্ট কার্ডের মাধ্যমে ট্রেনে চড়তে হয়। কাউন্টার থেকে টোকেন বিক্রি একেবারেই বন্ধ রয়েছে।