বিদেশ

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক

সোমবার ঘোষণা করা হল অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম। ২০২০ অর্থনীতির নোবেল পুরস্কার পেলেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। নয়া নিলাম তত্ত্ব এবং উন্নত পদ্ধতি আবিষ্কারের জন্য চলতি বছরের অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক। অকশন থিয়োরি ও অকশনের নতুন ফরম্যাট নিয়ে গবেষণার জন্য তাঁদেরকে নোবেল সম্মানে ভূষিত করা হয় । গত বছর এই পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, এস্থার দুফ্‌লো ও মিশেল ক্রেমার।