জেলা

এবার দুর্গা পুজোয় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

এবছর বেলুড় মঠের দুর্গাপুজোয় প্রবেশ নিষেধ দর্শনার্থীদের। করোনা আবহে একাধিক নিষেধাজ্ঞা মেনে হতে চলেছে এ বছরের দুর্গাপুজো। আর তাই এই বছর দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ বেলুড় মঠের দরজা। বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি বেলুড় মঠ কর্তৃপক্ষ এবার জানিয়ে দিয়েছে মঠে আর দুর্গাপুজো দেখতে দেওয়ার অনুমতি এবার দেওয়া হবেনা দর্শনার্থীদের। তাঁদের ভার্চুয়ালি দেখতে হবে মঠের পুজো। পুজো না দেখতে পাওয়ার এই বছর মঠে যে ভোগ প্রসাদ খাওয়ার নিয়ম তাও হচ্ছে না ।