টিআরপি কারচুপির মামলায় এবার বড় ধাক্কা খেলো রিপাবলিক টিভি। তাদের সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রিপাবলিক টিভি-কে বোম্বে হাইকোর্ট যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এদিকে এই বিতর্কের জেরে আগামী তিন মাস খবরের চ্যানেলের ভিউয়ারশিপ রেটিং প্রক্রিয়া স্থগিত রাখল বার্ক। তাদের রেটিং প্রক্রিয়ায় কোনো গলদ আছে কিনা বা তাতে কোনও কারচুপি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রডকাস্ট অডিয়েন্সেস রিসার্চ কাউন্সিল। উল্লেখ্য, সম্প্রতি রিপাবলিক টিভি সহ তিনটি বৈদ্যুতিন চ্যানেলের বিরুদ্ধে টিআরপি কারচুপির অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। তবে এর মধ্যেই এই ঘটনাটির সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রিপাবলিক টিভি।