সাত মাস পর চালু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে পুরানো নামে নয়, আনলক পর্বে আপাতত উৎসব স্পেশাল হিসাবে চলবে ট্রেনটি। ২৪ অক্টোবর থেকে শুরু হবে এই ট্রেনের যাতায়াত। শিয়ালদহ থেকে রওনা হয়ে তিন দিন অসমের শিলচর ও তিন দিন আগরতলা পর্যন্ত যাবে ট্রেনটি। আপ ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৬.৩৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা ৩৩ মিনিটে মালদহে পৌঁছবে। অন্যদিকে, শিয়ালদহ যাওয়ার পথে মালদহ টাউন স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা ৩৫ মিনিটে। শিয়ালদহে পৌঁছনোর কথা সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। আপ ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অন্যদিকে শিয়ালদহ যাওয়ার ডাউন ট্রেনটি নিউজলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। পুজোর মরশুমে এই ট্রেনটি চালু হওয়ার খবরটি জানিয়েছেন মালদহের ডিআরএম যতেন্দ্র কুমার। আরও একটি ট্রেন চালু হওয়ায় খুশি রেলযাত্রীরা।