দেশ

অসম-মিজোরাম সীমান্তে তুমুল সংঘর্ষ, তড়িঘড়ি বৈঠক ডাকল কেন্দ্র

দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে অসম- মিজোরাম সীমান্তে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে দুই রাজ্যই। শনিবার রাতে অসমের কাছার জেলার লায়লাপুর এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে বেশ কিছু বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এলাকায় শান্তি ফেরাতে ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগার সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে অসম সরকার। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সোমবারই তড়িঘড়ি দুই রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভল্লা। মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনায় অসমের মুখ্যমন্ত্রীও সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে যৌথ উদ্যোগের উপরে জোর দিয়েছেন। সীমান্ত এলাকায় ফুলডুংসাই গ্রামের অধিকার নিয়ে দুই রাজ্যের মধ্যে বিবাদ অনেক দিনের। সম্প্রতি সেখানে একটি মন্দির সারাইকে কেন্দ্র করে তা আরও বেড়েছে। সেখানেও কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করা হয়েছে।