করোনা সংক্রমণ প্রতিরোধে আরও কঠোর হচ্ছে রেল। চলন্ত ট্রেনে, স্টেশন চত্বরে কিংবা রেলের অন্য কোনও এলাকায় নির্দিষ্ট স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলেই এবার মিলবে সাজা। যার জন্য জেল অথবা জরিমানা কিংবা দুটোই হতে পারে। উৎসবের মরশুমে করোনা ঠেকাতে এমনই নির্দেশিকা জারি করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। কোন কোন ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন হয়েছে বলে ধরে নেবেন আরপিএফের আধিকারিকরা? নির্দেশিকা অনুসারে যদি সংশ্লিষ্ট ব্যক্তি ১) মাস্ক যথাযথভাবে না পরেন, ২) দূরত্ববিধি বজায় না রাখেন, ৩) কোভিড পজিটিভ হওয়া সত্ত্বেও ট্রেনে চড়েন অথবা স্টেশনে আসেন কিংবা রেলের এলাকায় প্রবেশ করেন, ৪) করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর ফল বেরনোর আগেই স্টেশনে আসেন অথবা ট্রেনে চড়েন, ৫) স্টেশনের হেলথ চেক-আপ টিমের বারণ সত্ত্বেও ট্রেনে চাপেন, ৬) জনসমক্ষে থুতু ফেলেন, ৭) এমন কোনও কাজকর্ম করেন, যা অস্বাস্থ্যকর, ৮) রেল কর্তৃপক্ষের জারি করা কোভিড নির্দেশিকার কিছুই পালন না করেন এবং ৯) এমন কোনও কাজ করেন, যা করোনা সংক্রমণ দ্রুত ছড়াতে পারে, তাহলেই তাঁকে শাস্তির মুখে পড়তে হবে।