কলকাতাঃ পুজোয় করোনা সতর্কতা নিয়ে আজ নবান্নে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন রাজ্য ও জেলার সমস্ত প্রশাসনিক কর্তারা। নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিসের ডিজি, কলকাতার পুলিস কমিশনার, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের কমিশনার, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতি জেলা থেকে এই বৈঠকে অংশ নেন সকল জেলাশাসক, এসপি, অন্যান্য পুলিস কমিশনার এবং জেলার সমস্ত সিএমওএইচ। পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতি, আইন শৃঙখলা, পুজো পরিচালনা, বিসর্জন ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমে এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ও নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। সার্বিকভাবে পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক অ্যাম্বুল্যান্স, হাসপাতালের বেড ও সকল রকম সহযোগিতা পান তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। পুজোয় ঠাকুর দেখার সময় সকলকে মাস্ক পরার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য কোভিড সতর্কতা পালন করার জন্য জেলা প্রশাসন ও পুলিসকে প্রয়োজনীয় নির্দেশ ও সহযোগিতা করতে বলা হয়েছে এই জরুরি বৈঠকে। সার্বিক ভাবে পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক Ambulance, হাসপাতালে বেড ও সকল রকম সহযোগিতা পান তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। সকলকে পুজোয় ঠাকুর দেখার সময় মুখোশ পরা সুনিশ্চিত করতে ও অন্যান্য কোভিড সতর্কতা পালন করার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ ও সহযোগিতা করতে বলা হয়েছে।