দেশ

কমছে যাত্রীবাহী বিমানের টিকিটের দাম!

উড়ানপথে আরও ১০ শতাংশ এলাকায় ছাড় পাচ্ছে যাত্রীবাহী বিমানগুলি। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার তরফে এয়ারস্পেসে আরও ১০ শতাংশ এলাকায় যাত্রীবাহী বিমানের যাতায়াতের উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এর জেরে উড়ানের সামগ্রিক খরচ কমার পাশাপাশি যাত্রার সময়ও কমবে। জানা যাচ্ছে, লখনউ-জয়পুর, মুম্বই-শ্রীনগর-সহ ১২টি বিমানরুটে এই সিদ্ধান্ত প্রাথমিক ভাবে কার্যকর হতে চলেছে। এর জেরে প্রতি উড়ানে প্রায় ৪০,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবে বিমান পরিবহণ সংস্থাগুলি। উপকৃত হবেন যাত্রীরাও। কারণ কমতে পারে টিকিটের দামও। বর্তমানে যাত্রীবাহী বিমানগুলির জন্য ভারতীয় এয়ারস্পেসের মাত্র ৬০ শতাংশ বরাদ্দ, যেখানে বিনা বাধায় চলাচল করতে পারে বিমানগুলি। উড়ানপথের বাকি অংশটি সেনাকর্তৃক নিয়ন্ত্রিত। এ ক্ষেত্রে যদি আরও বেশি করে এয়ারস্পেস ব্যবহার করা যায়, তা হলে উড়ানের খরচ প্রায় ১০০০ কোটি টাকা পর্যন্ত কমতে পারে। দিন কয়েক আগে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শোনা গিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণ পরিষেবা ক্ষেত্রকে আরও সুদৃঢ় করতে সম্প্রতি দেশের অসামরিক বিমান পরিবহন পরিষেবার আধিকারিক, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সূত্র ধরেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।