কলকাতা পুজো

‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর রিট পিটিশান গৃহীত হাইকোর্টে, আগামীকাল শুনানি

কলকাতাঃ ফোরাম ফর দুর্গোত্‍সবের রিট পিটিশান গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। তবে এদিন এই মামলার শুনানি পুরো শেষ হয়নি। আগামীকাল আবারও শুনানিও হবে এই মামলার। দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের গতকালের রায়ের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য এদিন ফোরাম ফর দুর্গোত্সবের পক্ষ থেকে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়। আগামীকাল আবারও শুনানি হবে। ফোরামের তরফে মামলা লড়ছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  প্রসঙ্গত, গতকাল সন্ধের পর আদালতের রায় জানতে পারে পুজো কমিটিগুলি। এরপর রায় মেনে ব্যবস্থা করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয় তারা। মণ্ডপে কতজন প্রবেশ করতে পারবেন তা রায়ে বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতে দেখা গিয়েছে ছোট মণ্ডপগুলির ক্ষেত্রে পুরোহিত সহ সর্বাধিক ১৫ জন সদস্য ও বড় মণ্ডপের ক্ষেত্রে সর্বাধিক ৩০ জন প্রবেশ করতে পারবেন। অথচ পুরোহিতের সংখ্যাই কোথাও কোথাও ৫-৬জন পর্যন্ত হতে পারে। ফলে সদস্য সংখ্যা কমে যাবে। এতে পুজোর আনুষাঙ্গিক কাজকর্ম সামাল দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছে পুজো কমিটিগুলি। কোথাও আবার মণ্ডপের সামনে ১০ ফুট ছাড়ার মতো জায়গা নেই। এরপরই রায় পুনর্বিবেচনা ও কিছু বদল চেয়ে হাই কোর্টের দ্বারস্থ ফোরাম ফর দুর্গোৎসব।