অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। মৃত স্বেচ্ছাসেবী ২৮ বছর বয়সী একজন যুবক এবং সে রিও ডে জেনিরোর বাসিন্দা ছিলেন। এই চাঞ্চল্যকর খবর দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অ্যানভিসা। রয়টার্সের রিপোর্ট বলছে, তবে স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ অব্যাহত রাখা হবে। যাঁরা পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিয়েছেন তাঁদের চিকিত্সা সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে। এর থেকে বেশি কোনও খবর প্রকাশ্যে আসেনি। করোনাভাইরাসকে প্রতিহত করতে শুরু থেকেই প্রতিষেধক আবিষ্কারে কাজ শুরু করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। গত মাসে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বিরাট এক প্রতিবন্ধকতার মুখে পড়ে। ইংল্যান্ডের এক স্বেচ্ছাসেবক আচমকা অসুস্থ হয়ে পড়লে সেখানে পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখা হয়।