নিম্নচাপের ফলে আজ বোধনের দিন থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশের মুখ ভার। নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে গেছে। অভিমুখ বাংলাদেশ। সকাল থেকেই একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে আবার, দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে অষ্টমী পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সেইমত আবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন একটি নোটিস দিয়েছে। সেই নোটিসে বলা হয়েছে, গভীর নিম্নচাপের কারণে ২২ থেকে ২৪ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর ফলে পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকছে।