দেশ

গালে দাড়ি রাখার জন্য মুসলিম এসআই-কে সাসপেন্ড করল উত্তরপ্রদেশ পুলিশ

গালে দাড়ি রাখার অপরাধে এক মুসলিম এসআই-কে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপত জেলায়। বলা হয়েছে, পুলিশের পোশাক সংক্রান্ত শৃঙ্খলা ভঙ্গ করেছেন বাঘপত জেলার রমলা থানার সাব ইনস্পেকটর ইন্তসার আলি। যদিও শাস্তি পাওয়া পুলিশকর্মী সংবাদমাধ্যমকে বলেছেন, দাড়ি রাখার জন্য তিনি গত বছর নভেম্বরে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের কোনও জবাব আসেনি। তারপর আচমকাই সাসপেনশনের নোটিস ধরিয়ে দেওয়া হয় বুধবার। রাজ্য পুলিশের নিয়মানুযায়ী শিখ ছাড়া অন্য কোনও ধর্মের পুলিশ কর্মী গালে দাড়ি রাখতে পারেন না। বাঘপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং সংবাদমাধ্যমে বলেছেন, ওই এসআই-কে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।