দেশ

পেঁয়াজের দামে নাজেহাল মধ্যবিত্ত, ১০০ ছাড়াল দাম

গত কয়েকদিন ধরেই অন্যান্য সবজির সঙ্গে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৬০ টাকা। কিন্তু উৎসবের মরশুমে সেই দাম ৭০ থেকে ৮০ তে গিয়ে পৌঁছেছে।  কোথাও বা ১০০ টাকা ছুঁয়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ এ বছরের বর্ষার মরশুম। আমাদের দেশে প্রধানত পেঁয়াজ উৎপাদন হয় নাসিক, পুণে, ধুলে, শোলাপুর। এছাড়াও কর্ণাটক, গুজরাট, বিহার,  মধ্যপ্রদেশ ও অন্ধপ্রদেশের একাংশে। মহারাষ্ট্রে পেঁয়াজে মূলত পশ্চিমবঙ্গে আসে। কিন্তু সেখানে এ বছর অতি বৃষ্টির ফলে পেঁয়াজের ফসলের একটি বড় অংশ নষ্ট হয়ে গেছে। যার জেরে দাম বেড়েছে পেঁয়াজের। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পেঁয়াজের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা হতে পারে। হায়দরাবাদ এবং চেন্নাইয়ে এই মুহূর্তে পেঁয়াজ ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই চড়া দামে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। মহারাষ্ট্রের মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজের দাম হয়েছে ১০০ টাকা এবং পুনেতে প্রতি কেজি ১২০ টাকা। তামিল নাড়ু, কর্নাটক, তেলঙ্গানা এবং অন্ধ্রে কেজি প্রতি ১০০ টাকা, কেরলে প্রতি কেজি ৭৫–৯০ টাকা হয়েছে বৃহস্পতিবার পেঁয়াজের দাম। গত সোমবার দেশে পেঁয়াজের সব থেকে বড় পাইকারি বাজার, মহারাষ্ট্রের নাসিকের লাসালগাঁওয়ে প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম ছিল ৭ হাজার ১০০ টাকা। আর কয়েক দিনের মধ্যে ভোটের মুখোমুখি হতে চলেছে বিহার। সেখানে এদিন কেজি প্রতি পেঁয়াজের দাম ৬০–৭০ টাকা। ঝাড়খণ্ড এবং বিহারে পেঁয়াজ মূলত আসে মধ্য প্রদেশ থেকে। সেখানে প্রতি কুইন্টার পেঁয়াজের দাম হয়েছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা। বিহারে ভোটের আগে এভাবে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রভাব ভোটবাক্সে পড়তে পারে বলেই মনে করছে কূটনৈতি মহল।