জেলা মালদা

মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেস এখনই চালু নয়: ডিআরএম

মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) যতীন্দ্র শর্মা জানিয়েছেন, গৌড় এক্সপ্রেস চালু করার বিষয়টি রেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ৷ তবে ইতিমধ্যে দার্জিলিং মেল চালু হয়েছে ৷ গতকাল থেকে চালু হচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেসও ৷ এই মুহূর্তে মালদা স্টেশন দিয়ে সাত জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বলে জানিয়েছেন তিনি ৷ আনলক পাঁচ পর্বে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হলেও এখনও সব ট্রেন চলাচল শুরু হয়নি ৷ চালু না হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেসও ৷ এই ট্রেনটির উপর মালদা সহ দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের একাংশ নির্ভর করে ৷ ফলে বেশ কিছুদিন ধরেই ট্রেনটি চালু করার দাবি উঠছিল ৷ একই দাবিতে মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে চিঠি দিয়েছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুও ৷ কিন্তু এখনই ওই ট্রেনটি চালু করার বিষয়ে রেল মন্ত্রকের কোনও নির্দেশিকা আসেনি বলে জানিয়েছেন ডিআরএম যতীন্দ্র শর্মা ৷ তিনি বলেন, “সাংসদ খগেন মুর্মু ট্রেনটি চালানোর দাবি জানালেও এখনও পর্যন্ত আমরা এই ট্রেন চালুর জন্য উপরমহলের কোনও নির্দেশিকা পাইনি ৷ বালুরঘাটের সাংসদ ট্রেনটিকে বালুরঘাট পর্যন্ত চালানোর দাবি জানিয়েছেন ৷ এটাও মন্ত্রকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ৷” ডিআরএম যতীন্দ্র শর্মা আরও বলেন, “এখন থেকে ট্রেনে রিজ়ার্ভেশন ছাড়া কোনও যাত্রীকে উঠতে দেওয়া হবে না ৷ চেয়ার কারও রিজ়ার্ভেশন করতে হবে ৷ প্রত্যেকের হাতে কনফার্মড টিকিট থাকতে হবে ৷ কোরোনা মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই কারণেই বর্তমানে কিছু ট্রেনের স্টপেজ বন্ধ করা হয়েছে ৷ এই মুহূর্তে সমস্ত ট্রেন স্পেশাল হিসাবে চলছে ৷ এই ট্রেনগুলির ভাড়া পুরোনো ভাড়ার তুলনায় 20 থেকে 30 শতাংশ বেশি ৷ এই মুহূর্তে মালদা স্টেশন দিয়ে সাত জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করছে ৷ গতকাল থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসও চালু হয়েছে ৷ আগামী 25 তারিখ থেকে শিয়ালদা-আগরতলা এক্সপ্রেস চালু হবে ৷ এই ট্রেনটি সপ্তাহে তিনদিন চলবে ৷ আগামী মাসে আরও কিছু যাত্রীবাহী ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷”