ফসলের বেশি নূ্ন্যতম সহায়ক মূল্য, কর্মসংস্থানই এবার বিহার বিধানসভা ভোটের মূল ইস্যু। এই ইস্যুকেই মাথায় আজ পাটনায় এবারের ভোটের ইস্তেহার প্রকাশ করল রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি। ইস্তেহার প্রকাশ করে আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব বলেন, ‘একজন আবর্জনা কুড়ানিও কর্মজীবী, কিন্তু আমরা এখানে ১০ লক্ষ সরকারি চাকরির কথা বলছি এবং সেটা মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সফল হবে। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা দপ্তর সহ বেশ কিছু ক্ষেত্রে ৪.৫ লক্ষ শূন্যপদ আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারদের সাত শতাংশ শূন্যপদ পড়ে আছে।’ তাঁরা যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন না সেকথা মনে করিয়ে দিতে জেডিইউ–র নাম না করে তেজস্বীর কটাক্ষ, ‘আমাদের যদি মিথ্যা প্রতিশ্রুতিই দিতে হত বিজেপি এবং ডবল–ইঞ্জিন সরকারের মতো, তাহলে আমরা ৫০ লক্ষ চাকরির কথা বলতাম।’ কৃষকদের রোজগার বাড়াতে, ঋণ ছাড় এবং নূন্যতম সহায়ক মূল্যের উপর বোনাস দিয়ে শস্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে আরজেডি। মহিলাদের সুরক্ষা, কৃষি, ছোট ব্যবসা, শিক্ষা, স্মার্ট ভিলেজ, দারিদ্র, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, সব ক্ষেত্রের কথা মাথায় রেখে এবং বিহারকে উন্নত রাজ্য হিসেবে গড়ার কথা ভেবেই ইস্তেহার তৈরি হয়েছে বলে দাবি করেন তেজস্বী।