প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বিজয়া দশমীর শুভ মুহূর্তে সিআআরওউইকের মাধ্যমে চতুর্থতম ভারতের এনার্জি ফোরামের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক এই সম্মেলনে ভারত ছাড়াই বিশ্বের তিরিশটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আগেই উদ্যোক্তা এআএইচএস মার্কিত একথা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী এই আলোচনাসভায় উদ্বোধন করার তিনি খুশি হয়েছেন।তিন দিনের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অংশ নেবেন। থাকবেন সৌদি আরবের জ্বালানীমন্ত্রী আবদুলাজিজ বিন সালমান আল সৌদ। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, একটি নতুন শক্তি ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেছে। আর সে বিষয় ভারত বিশ্বে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। আর এজাতীয় ইভেন্টের মাধ্যমে পরবর্তী শক্তি সম্বন্ধে মানুষকে অবগত করা যাবে বলেও জানান হয়েছে।