দেশ বিনোদন

রাজনীতির ময়দানে অভিনেত্রী পায়েল ঘোষ, হলেন আরপিআইয়ের মহিলা শাখার সহ সভাপতি

এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া(আরপিআই)-তে যোগ দিলেন। এদিন আনুষ্ঠানিক ভাবে মন্ত্রী রামদাস আথওয়াল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া(আরপিআই)-র পতাকা পায়েল ঘোষের হাতে তুলে দেন। একই সঙ্গে ঘোষণা করা হয় যে, পায়েল ঘোষ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া’র মহিলা শাখার সহ সভাপতি পদ গ্রহণ করছেন।দিন কয়েক আগেই অভিনেত্রী পায়েল ঘোষ বলিউড চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে খবরের শিরোনামে এসেছিলেন। সে সময় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে লড়াইয়ে পায়েল ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। একটা যৌথ সাংবাদিক বৈঠকে আথওয়ালে বলেছিলেন, পায়েল ঘোষ তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সাহসের সঙ্গে প্রাকাশ্যে আনায় আরপিআই তাঁকে কুর্নিশ জানায় এবং পায়েল ঘোষের সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করবে আরপিআই। এমনকী, রামদাস আথওয়ালে অভিনেত্রী পায়েলের সঙ্গে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়রের বৈঠকেও এসেছিলেন