করোনা আবহে রাজনৈতিক সমাবেশ হবে না। জানিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই নিষেধাজ্ঞা এবার উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের রায়ে আপাতত স্থগিতাদেশ দিল।
মধ্যপ্রদেশের ২৮টি আসনে উপনির্বাচন আসন্ন। গত সপ্তাহে মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চ সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল, তাঁরা যেন কোনও প্রার্থীকেই প্রচার সমাবেশের অনুমোদন না দেন। সমস্ত প্রার্থীকে ভার্চুয়ালি প্রচার করতে হবে। যে সব জায়গায় তা সম্ভব নয়, সেখানেই সমাবেশের অনুমোদন মিলবে। তবে প্রার্থীকে প্রমাণ করতে হবে, যে ভার্চুয়াল সমাবেশ সম্ভব নয়। এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। দু’জন বিজেপি প্রার্থীও পিটিশন করেন। এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কড়া হতে নির্দেশ দিয়েছে। জানিয়েছে, কমিশনকেই দেখতে হবে, কোভিড বিধি মানা হচ্ছে কিনা। বিচারপতিদের ধমক, ‘যদি কোভিড মোকাবিলার নির্দেশিকা মেনে চলা হত, তবে হাইকোর্টকে প্রচারের ব্যাপারে হস্তক্ষেপ করতে হত না।’