এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতেই হাথরস মামলার তদন্ত করবে সিবিআই । মামলার নজরদারির বিষয়টি এখনই সুপ্রিম কোর্টে স্থানান্তর করার কোনও প্রয়োজন নেই । আজ একথা জানিয়েছে শীর্ষ আদালত । আদালতের নজরদারিতে হাথরসের ঘটনার তদন্ত চালানোর বিষয়ে একাধিক পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করার জন্য আবেদনও করা হয়েছিল । আজ ওই পিটিশনগুলির শুনানি ছিল । শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ জানায়, “মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হওয়ার আগে CBI -এর তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া দরকার ।” শীর্ষ আদালত আরও জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া একবার শেষ হয়ে গেলে তারপর মামলা স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে । তবে এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত করছে এবং এখনও পর্যন্ত উদ্বেগের কোনও কারণ নেই ।