জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পেল সুরক্ষা বাহিনী। শুক্রবার রাজৌরি জেলার গম্ভীর মুঘলান এলাকায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। রাজৌরির সিনিয়র পুলিশ সুপার চন্দন কোহলি জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাজৌরি জেলার গম্ভীর মুঘলান এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ৩৮ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গলের ভিতরে পাথর দিয়ে ঘেরা জঙ্গিদের গোপন ডেরার হদিশ পাওয়া যায়। ওই ডেরা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। তার মধ্যে রয়েছে দু’টি অটোমেটিক একে-৪৭ রাইফেল, দু’টি একে ম্যাগাজিন, একে-ম্যাগাজিনের ২৭০টি গুলি, দু’টি চিনা পিস্তল, পিস্তলের দু’টি ম্যাগাজিন, ৭৫টি পাইকা রাউন্ড, ১২টি খালি রাউন্ড, ১০টি ডিটোনেটর এবং ৫-৬ কেজি বিস্ফোরক ।