এয়ার ইন্ডিয়াকে দ্রুত বিক্রি করতে এবার উঠেপড়ে লাগল মোদি সরকার। তাই এই সংস্থা বিক্রির শর্তে আরও কিছুটা বদল আনল কেন্দ্র। শর্তে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া কিনতে কতটা দেনার দায় নেবে, সেটা নিজেরাই ঠিক করতে পারবে ক্রেতা সংস্থা। ক্রেতা যে দামে এয়ার ইন্ডিয়া কিনবেন, তার ন্যুনতম ১৫ শতাংশ সরকারকে নগদে দিতে হবে। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, ‘এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেটিভ মেকানিজম’-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমত জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও।