মদ্যপানের প্রতিবাদ করার মাশুল। খাস কলকাতার গড়ফায় মারধরের জেরে প্রাণ হারাতে হল প্রতিবাদী বৃদ্ধকে। জখম হলেন এক মহিলাসহ আরও বেশ কয়েকজন। ঘটনার সূত্রপাত, পঞ্চমীর দিন। প্রকাশ্যে মদ্যপানের বিরোধিতা করেন ওই এলাকারই কয়েকজন স্থানীয় বাসিন্দা। সেই নিয়ে বচসা বাধে দু’পক্ষের মধ্যে। অভিযোগ, সেদিনের মত গন্ডগোল মিটে গেলেও পরদিন ষষ্ঠীর রাতে প্রতিবাদকারীদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। সেই সময় গন্ডগোল থামাতে গেলে বছর বাষট্টির কানাই নস্করকে মারধর করা হয়। গুরুতর জখম হন তিনি। পাশাপাশি গুরুতরভাবে জখম হন আরও কয়েকজন। কানাইবাবুকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এই ক’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি। কিন্তু শেষ রক্ষা আর করা যায়নি। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। মৃত ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে এলাকারই বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মহিলাদের কটূক্তি করারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেতে পেরেছে পুলিস। ঘটনার তদন্ত করছে পুলিশ।