জেলা

মণীশ কাণ্ডে গ্রেপ্তার ৩ শার্প শ্যুটার, ৩ দুষ্কৃতীই বিহারের বাসিন্দা

টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ শার্প শ্যুটার। পাঞ্জাবের লুধিয়ানা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে সিআইডির একটি বিশেষ টিম। ট্রানজিট রিমান্ডে তাদের রাজ্যে আনা হচ্ছে। তিন দুষ্কৃতীর বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে প্রথমে এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই আরও ২ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গত ৪ অক্টোবর টিটাগড়ে প্রকাশ্যে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে অভিযোগ করেছিল বিজেপি। টিটাগড় ও ব্যারাকপুরের পুর প্রশাসকের বিরুদ্ধে এফাআইআর দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। এছাড়াও রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছিল বিজেপি। তারপরেই মণীশ হত্যাকাণ্ডের তদন্তের ভার সিআইডির হাতে দেওয়া হয়। বিহারের জেলে বন্দি কুখ্যাত দুষ্কৃতী সুবোধকান্ত সিংই মণীশ শুক্লা খুনে প্রধান অভিযুক্ত। সুবোধই বিহারের জেলে বসে খুনের ব্লু-প্রিন্ট তৈরি করেছিল। যদিও বিহারে দুষ্কৃতিদের খোঁজে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল সিআইডির তদন্তকারীদের।