দেশ

তৃতীয় লিঙ্গের প্রতি উৎসর্গীকৃত নয়ডা-গ্রেটার নয়ডা মেট্রো রেলওয়ের সেক্টর ৫০ স্টেশনের নামকরণ হল ‘রেনবো স্টেশন’

মৈনাক দাসঃ তৃতীয় লিঙ্গের প্রতি উৎসর্গীকৃত নয়ডা-গ্রেটার নয়ডা মেট্রো রেলওয়ের সেক্টর ৫০ স্টেশনের নামকরণ করা হল ‘রেনবো স্টেশন’। রূপান্তরকামীদের সমাজের মূল স্রোতে ক্ষমতায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, তৃতীয় লিঙ্গের মানুষের কথা ভেবে নয়ডা মেট্রোর সেক্টর ৫০ স্টেশনের নামকরণ করা হয়েছে রেনবো স্টেশন। সাফাই কর্মী থেকে টিকিট কাউন্টার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের। অভিনব এই উদ্যোগের মাধ্যমে সমাজের এই বিশেষ সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার সুযোগ করে দিচ্ছে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন। মেট্রো রেলে কর্মরত মাহী গুপ্তা জানান, ‘এটা আমাদের কাছে খুব বড় একটা সুযোগ। এখন

পর্যন্ত আমাদের ৬ জন চাকরি পেয়েছেন। আমরা চাই, খুব ভালো ভাবে কাজ করতে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই সুবিধা পেতে পারেন।’ মাহী জানান, কেউ ভিক্ষা করতে চান না। আমরা চাই, সরকার যাতে আমাদের জন্য আরো সুযোগ সুবিধার দেয়, যাতে আমরা আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি।’ নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের এম ডি ঋতু মাহেশ্বরী জানান, ‘আমাদের এখানে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। যে সব স্বেচ্ছাসেবী সংস্থা এই মানুষদের নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের মাধ্যমে এই সব মানুষদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। আগামীদিনেও করা হবে। সেইসঙ্গে রূপান্তরকামীদের কাজ করতে যাতে সুবিধা হয়, সেজন্য মেট্রো স্টেশনে পরিকাঠামো ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।’