বিদেশ

তুরস্ক-গ্রিসে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬, আহত বহু

গ্রিস ও তুরস্কে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ২৬ জনের। আহত বহু। শুক্রবার ফের সুনামি আতঙ্ক দেখা দেয়!‌ এবার গ্রিসে। তুরস্কের একটি ভূমিকম্প সমুদ্রে তরঙ্গ তৈরি করায় মিনি সুনামি তৈরি হয় গ্রিসের উপকূলে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী তখন জানান, সেই দেশের পশ্চিম উপকূল ও গ্রিসের কিছু অংশে মারণ ভূমিকম্প হয়েছে। যে কম্পনের জেরে মৃত্যু হয়েছে চারজনের। এখনও পর্যন্ত আহত হয়েছেন ১২০ জন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ভাগ্যক্রমে বেশ কয়েকজনের মৃত্যুর খবর প্রাথমিক ভাবে পাওয়া গিয়েছে। অনেক বাড়ি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তুরস্কের ইজমির শহরটি। এই শহরটিকে সাধারণত রিসর্ট সিটি বলা হয়। গ্রিসের টেলিভিশনে দেখানো হয়েছে অ্যাজিয়ান সাগরে ছোট আকারের সুনামির ঢেউ উঠেছে। যে কারণে চরম ক্ষতির মুখে পড়েছে উপকূল সংলগ্ন এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সামোস দ্বীপ অঞ্চলের কারলোভাসি শহরের ১৪ কিলোমিটার ভিতরে এই কম্পনের কেন্দ্র ছিল। তুরস্কের কম্পন কেন্দ্র কম্পনের মাত্রা জানিয়েছে ৬.‌৬, একই ভাবে গ্রিসের কম্পন কেন্দ্র জানিয়েছে, কম্পনের মাত্রা ৬.‌৭। ইজমির শহর থেকে একাধিক ছবি উঠে এসেছে, যেখানে দেখা গিয়েছে, কী ভাবে বাড়ি ভেঙে পড়ে একেবারে ধুলোয় মিশে গিয়েছে। লোকে ছোটাছুটি করছে প্রাণে বাঁচার জন্য। সরকারি হিসাবে এখনও ছ’‌টি বাড়ি একেবারে ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। ভিতরে কেউ কেউ আটকে থাকতে পারেন বলেও মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমন সব মারাত্মক ছবি, যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে, লোকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছেন। ঘরবাড়ি ভেঙে পড়ার ফলে রাস্তা ঢেকে গিয়ে চওড়া ধুলোয়। তুরস্কের এনটিভির ভিডিওতে দেখা গিয়েছে, ‌কীভাবে এলাকার পর এলাকা একেবারে ধুলোয় মিশে গিয়েছে। সেনা ও পুলিশের সাহায্যে সেখানে উদ্ধারকাজে হাত মিলিয়েছেন সাধারণ মানুষও।