গত বছরই কর্মী ও আধিকারিকদের সরকারি কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে নিষেধ করেছিল সেনাবাহিনী। এবার হানি ট্র্যাপের কবল থেকে কর্মীদের বাঁচাতে এবং গুরুত্বপূর্ণ নথি ফাঁস হওয়া রুখতে হোয়াটসঅ্যাপের মতো সুরক্ষিত মেসেজিং অ্যাপ তৈরি করল সেনাবাহিনী। নাম দেওয়া হয়েছে সাই – সিকিওর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট। রাজস্থানের সিগন্যাল ইউনিটের কর্নেল সাই শঙ্কর প্রথমে এটি তৈরি করেন। তারপর তা সেনাবাহিনীর ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এই পদক্ষেপের জন্য কর্নেল শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেমন এই অ্যাপটি? কী কী সুবিধা রয়েছে এতে? নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা আধিকারিক বলেছেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সংবাদের মতোই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এই অ্যাপ। এতে টেক্সট, ভয়েস এবং ভিডিও কল করা যায়। তথ্য গোপন রাখতে এই অ্যাপে ‘এন্ড টু এন্ড’ এনক্রিপশনের সুবিধা রয়েছে। সেইসঙ্গে স্থানীয় সেনা সার্ভারে জমা হয় এর তথ্য। অদূর ভবিষ্যতে সমগ্র সেনাবাহিনীর জন্য ব্যবহার হবে এই অ্যাপ। বর্তমানে মেধাস্বত্ব, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে পরিকাঠামো এবং আইওএস প্ল্যাটফর্মে যাতে অ্যাপটি ব্যবহার করা যায়, সেজন্য কাজ চলছে। সহজ ও নিরাপদ অ্যাপ্লিকেশন SAI এন্ড-টু-এন্ড ভয়েস, টেক্সট ও ভিডিয়ো কলিং মেসেজের নিরাপত্তা সুরক্ষিত করে। সমগ্র সেনাবাহিনীতে তথ্য সুরক্ষার স্বার্থে এই অ্যাপ ব্যবহার করা হবে।