আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। কিন্তু স্কুলের ক্লাস কবে থেকে শুরু হবে, তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেন, যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। কালীপুজোর পরই সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল খুললে তা কীভাবে খুলবে, কীভাবে পড়ুয়াদের স্কুলে আনা হবে, তা নিয়েই আলোচনা চলছে। ভাগে ভাগে পড়ুয়াদের, বিশেষত উঁচু ক্লাসের পড়ুয়াদের, আনা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সামনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সামনের বছর বসছে, তাদের এবছর কোনও ক্লাসই হয়নি। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মাত্র আড়াই মাস ক্লাস হয়েছে। টেস্ট পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা ছিল। তাও সম্ভব হল না। এই প্রেক্ষাপটে স্কুল কবে থেকে খোলা যায় এবং কীভাবে খোলা হবে, তা নিয়ে আলোচনা করছে রাজ্য সরকার।