জেলা

ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও এনকাউন্টার হবে: সায়ন্তন

 উলুবেড়িয়া: বাংলায় উত্তরপ্রদেশের মত এনকাউন্টার করার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আগে শোনা যেত আলিবাবা চল্লিশ চোর, এখন সেটা বদলে হয়েছে আলিমাতা চল্লিশ চোর। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে গুন্ডা বদমাইশদের উত্তরপ্রদেশের মত এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। সায়ন্তন বসু বলেন, উত্তরপ্রদেশের মত বাগনানের অনেক ছোট বড় মস্তানদের বিজেপি পকেটে পুরে রাখে। বিজেপি হনুমানের দল হতে পারে কিন্তু আইএসআই বা জামাতের দল নয়। উত্তরপ্রদেশের গুন্ডারা এখন জেল থেকে জামিন নিতে ভয় পায় কারণ তারা জানে জামিন নিলে যদি অ্যাক্সিডেন্ট হয়। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তন বলেন, আমি এখন থানা জ্বালাবো না, গেটে তালা লাগিয়ে দেব। আপনারা না খেতে পেয়ে মরবেন। এ নিয়ে পালটা দিয়েছেন তৃণমূল গ্রামীণ এলাকার সভাপতি পুলক রায়। তিনি বলেন, ‘এটাই বিজেপির সংস্কৃতি। কিন্তু বাংলার সংস্কৃতি এমনটা নয়। ওরা যত এই ধরনের কথা বলবে, ততই ওরা মানুষের থেকে দূরে সরে যাবে।’ এই প্রসঙ্গে বিধায়ক অরুণাভ সেন ওরফে রাজা বলেন, ‘ও একটা জোকার, ওর মন্তব্যের কোন উত্তর দেব না।’