দেশ

রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করল রায়গড় পুলিশ

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলায় রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করল রায়গড় পুলিশ । আজ সকালে মুম্বইতে তাঁর বাড়ি থেকেই তাঁকে আটক করা হয়। এখন অর্ণব গোস্বামীকে আলিবাগে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্তা। এমন একটা সময় তাঁকে আটক করা হল যখন তাঁর বিরুদ্ধে TRP কেলেঙ্কারির অভিযোগে তদন্ত চলছে। ২০১৮ সালে আলিবাগে ৫৩ বছর বয়সি ইন্টিরিয়র ডিজ়াইনার আনভে নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েক আত্মহত্যা করেন । সুইসাইড নোটে আনভে লিখেছিলেন, অর্ণব গোস্বামী ও আরও দু’জন তাঁর পাওনা ৫ কোটি ৪০ লক্ষ টাকা দেননি, যার জেরে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় তাঁদের। ২০২০ সালের মে মাসে আনভে নায়েকের মেয়ে আদন্যা নায়েক অভিযোগ করেন, আলিবাগ পুলিশ এই মামলার তদন্ত করেনি । এরপরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই মামলায় সিআইডি তদন্তের ঘোষণা করেন।