১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হল সাংবাদিক অর্ণব গোস্বামীকে। মহারাষ্ট্রের আলিবাগের একটি আদালত মধ্যরাতে এই নির্দেশ দিয়েছে। বুধবার সকালে ইন্টিরিয়র ডিজাইনারের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন সাংবাদিক তথা রিপাবলিক টিভি-র মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আলিবাগ পুলিশ। অর্ণবের সঙ্গে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে গেলেন আরও দু’জন ফিরোজ শেখ ও নীতেশ সারদা। ২০১৮ সালের মে মাসে আত্মহত্যা করেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মা কুমুদ নাইক। কনকর্ড ডিজাইনার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অন্বয়। রিপাবলিক টিভির হয়ে কাজ করেছিল এই সংস্থা। অন্বয়ের লেখা সুইসাইড নোটে অর্ণব গোস্বামী এবং আরও দু’ জনের নাম ছিল। তাঁরা হলেন ফিরোজ শেখ ও নীতেশ সারদা। তাঁরা ৫ কোটি ৪০ লক্ষ টাকা দেননি বলে নোটে অভিযোগ তুলেছিলেন অন্বয়। পাওনা টাকা না দেওয়ার জেরে আর্থিক সমস্যায় পড়েছিলেন তিনি। তাই চরম পদক্ষেপ।