১৭ বছর ধরে বিজেপি আমাদের ভোটের কাজে ব্যবহার করেছে: বিমল গুরুং
বিমল গুরুংয়ের হাত ধরে বিজেপি ছেড়ে গোর্খা জনমুক্তি মোর্চায় ফিরলেন দার্জিলিং পুরসভার ১৭ জন বিদায়ী কাউন্সিলার। বৃহস্পতিবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিমল গুরুং। গত বছর তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন সাংবাদিক বৈঠকে বিমল ফের জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। এদিন কলকাতায় ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে বিমল গুরুং বলেন, ‘১৭ বছর বিজেপির সঙ্গে থেকে পাহাড় ইস্যুর স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়েছি। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিজেপি আশ্বাস দিয়েছিল। কিন্তু ১৭ বছরেও কিছু করেনি। তাই বিজেপির সঙ্গ ছেড়ে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের জন্য ফের তৃণমূলে যোগ দিয়েছি। ২০২১-এর নির্বাচনে তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বিজেপিকে একটা উচিত শিক্ষা দেব এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাব।’ ২০১৯ সালের জুন মাসে দার্জিলিং পুরসভার গোর্খা জনমুক্তি মোর্চার ১৭ জন পুরপিতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই এদিন বিজেপির সঙ্গ ত্যাগ করে ফের গোর্খা জনমুক্তি মোর্চায় যোগ দিয়েছেন।