বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে চালু হল হোয়াটসঅ্যাপ পে

ভারতে চালু হল হোয়াটসঅ্যাপ পে। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার থেকে এই ফিচারটি চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ তাদের ব্লগে জানিয়েছে, অ্যাপে এখন টাকা পাঠানো মেসেজ পাঠানোর মতই সহজসাধ্য। ভারতে অনেকগুলি পেমেন্ট অ্যাপ রয়েছে – পেটিএম, ফোন পে, গুগল পে ইত্যাদি। হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার নিয়ে জানিয়েছে, ভারত জুড়ে মানুষ টাকা পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নিরাপদ পেমেন্টের অভিজ্ঞতা অর্থ স্থানান্তরের কাজটি বার্তা পাঠানোর মতই সহজ হয়ে গেছে। মানুষ নিরাপদে পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠাতে পারবে, দুর থেকে কোনও পণ্যের দাম শেয়ার করতে পারবে। তার জন্য শারীরিকভাবে টাকা বিনিময় করতে বা ব্যাঙ্কে যেতে হবে না।হোয়াটসঅ্যাপ এনপিসিআই-এর সঙ্গে যৌথ উদ্যোগে ইউপিআই ব্যবহার করে এই

পেমেন্ট ফিচারটি বানিয়েছে। ১৬০টি সমর্থিত ব্যাঙ্কের মাধ্যমে রিয়েল টাইমে টাকা আদান প্রদান করা যাবে। ভারতের ৫টি ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্ব চালু করেছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে রয়েছে আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাঙ্ক ও জিও পেমেন্টস ব্যাঙ্ক। ভারতে হোয়াটসঅ্যাপে টাকা পাঠাতে থাকতে হবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডেবিট কার্ড। হোয়াটসঅ্যাপ ব্যাঙ্ককে নির্দেশ পাঠাবে, এতে অর্থের স্থানান্তর ঘটবে ইউপিআই-এর মাধ্যমে প্রেরক ও গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। মানুষ যে কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবে, যার ইউপিআই সমর্থিত অ্যাপ আছে। অ্যাপে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে হোয়াটসঅ্যাপ প্রতিটি পেমেন্টে ইউপিআই পিন দিতে বাধ্য করবে। হোয়াটসঅ্যাপ পেমেন্ট সব আইওএস ও অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ সম্প্রতি বিশ্বজুড়ে মেসেজ অদৃশ্য হওয়ার ফিচার চালু করেছে। এটি চালু করলে কোনও চ্যাটে পাঠানো মেসেজ ৭ দিন বাদে অদৃশ্য হয়ে যাবে।

কিভাবে সেট করবেন WhatsApp Pay

WhatsApp Pay-তে ইউপিআই-এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করা যাবে হোয়াটসঅ্যাপ থেকেই। ইউজাররা WhatsApp Pay-তে তাদের UPI-যুক্ত ব্যাংক অ্যাকাউন্টকে লিংক করে নিতে পারবে। দেশের সমস্ত বড় বড় ব্যাংক যেমন, এইচডিএফসি, আইসিআইসিআই, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, এমনকি এয়ারটেল পেমেন্টস ব্যাংকও এখানে সাপোর্ট করবে।WhatsApp Pay চালু করার জন্য একজন ইউজারকে তার কোন কন্টাক্টে টাকা পাঠাতে হবে। রিকোয়েস্ট পাওয়া গেলে ইউজার হোয়াটস্অ্যাপে তার UPI অ্যাকাউন্ট সেট করে নিতে পারবেন। তারপর ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই টাকা পাঠাতে বা রিসিভ করতে পারবেন।

পেমেন্টের মাধ্যম

আপাতত WhatsApp Pay-তে টাকা পাঠানো যাচ্ছে UPI ID-এর মাধ্যমে। তবে মার্চে হোয়াটসঅ্যাপ, QR কোডের মাধ্যমে পেমেন্ট করার অপশনও এনেছিল। তাই মনে হচ্ছে শীঘ্রই WhatsApp Pay ইউজাররা একটি নিজস্ব QR কোড পাবেন। এই কোড স্ক্যান করে টাকা পাঠানো যাবে।

WhatsApp Pay ব্যবহারের পদ্ধতি

হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ। যেভাবে আপনি হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠান, সেভাবেই টাকা পাঠানো যাবে। WhatsApp চ্যাটে পেপারক্লিপের মতো দেখতে ফাইল শেয়ার করার যে আইকনটি আছে, তা ট্যাপ করলেই ‘পেমেন্ট’ অপশনটি দেখতে পাবেন। এছাড়া শর্টকাট মেনুতে একটি ডেডিকেটেড ‘Payments’ সেকশন আছে। ইউজার চাইলে তার ট্রানজ্যাকশন, হিস্ট্রি ও অ্যাকাউন্ট ডিটেল এখানে দেখতে পারবে। অন্যান্য পেমেন্ট অ্যাপের মতোই WhatsApp Pay ব্যবহার করা খুব সহজ। তবে এর সুবিধা হল পেমেন্ট করার জন্য অতিরিক্ত কোন অ্যাপ রাখার দরকার নেই। হোয়াটসঅ্যাপের মধ্যেই সরাসরি পেমেন্ট করা যাবে।