বিদেশ

পেলসিলভ্যানিয়াতেও ট্রাম্পকে পেছনে ফেলে ৬ হাজার ভোটের ‘‌লিড’‌ নিলেন বাইডেন

ট্রাম্পকে পেছনে ফেলে ছ’‌হাজার ভোটের ‘‌লিড’‌ নিলেন বাইডেন। কিছুক্ষণ আগে জর্জিয়াও হাতছাড়া হয়েছে ট্রাম্পের। এখন সেখানেও ভোট–ব্যবধান বাড়াতে শুরু করেছেন বাইডেন। তার মধ্যেই পেলসিলভ্যানিয়ার খবর সামনে এল। পুনরায় নির্বাচিত হতে হলে পেলসিলভ্যানিয়ার ২০টি ইলেক্টোরাল ভোট চাই ট্রাম্পের। এটা অবশ্যাম্ভাবীই ছিল, বলছেন ভোট বিশেষজ্ঞরা। ফিলাডেলফিয়া, পিটসবার্গের মত ডেমোক্র‌্যাটিক ঘাঁটিতে এখনও প্রচুর মেইল–ইন ব্যালট গণনা বাকি। গত তিনদিনের প্রবণতা অনুযায়ী, ফিলাডেলফিয়া কাউন্টিতে বাইডেনের পক্ষে ভোট পড়েছে প্রায় ৮১%। ফলত, স্বাভাবিকভাবেই ট্রাম্পকে পেছনে ফেলে বাইডেনের এগিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষাই ছিল।  নির্বাচনের দিন থেকে এই ‘‌যুদ্ধক্ষেত্র’–এ‌ এগিয়েছিলেন ট্রাম্প। এক সময়ে ভোটের ব্যবধান ছিল সাত লক্ষের বেশি। কিন্তু মেইল–ইন ব্যালট গণনা শুরু হতেই খেলা বদলে যায়। ব্যবধান কমাতে থাকেন বাইডেন। এবাই ছাপিয়েই গেলেন।