কলকাতা

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তপসিয়া বস্তি, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তপসিয়ার বস্তি। বিকেল ৩টে নাগাদ আগুন লাগে বস্তিতে। একটি গুদাম ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। বস্তির ঘরবাড়ি ঘিঞ্জি হওয়ার কারণে দ্রুত তা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফের আরও ৬টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে তপসিয়া ২৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আগুনের গ্রাসে পুড়ে ছাই বেশ কয়েকটি ঝুপড়ি। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এবং দমকলমন্ত্রী সুজিত বসু । ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক জাভেদ খানও। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে আগুন নেভানোর কাজ। কী থেকে আগুন লেগেছে, যদিও সেটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।