দেশ

বাজি নিষিদ্ধ, হাইকোর্টের রায়ই বহাল রাখলো শীর্ষ আদালত

কোনও বাজি ফাটানো যাবে না। কলকাতা হাইকোর্টের  রায়কেই বহাল রেখে স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। করোনা আবহে এবছর বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সারা বাংলা আতস বাজি সংগঠন। এদিন সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। রায়দান করে তাঁরা বলেন, উত্সব গুরুত্বপূর্ণ। কিন্তু এই করোনা মহামারী পরিস্থিতিতে জীবনরক্ষাটাই অগ্রাধিকার। এই যুক্তিতেই কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় সারা রাজ্যে বাজি ফাটানোর উপর কলকাতা হাইকোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা বহাল রাখল শীর্ষ আদালত।