জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দর মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভার্চুয়ালি এই উদ্বোধন পর্ব সেরেছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর এই কাজেরও প্রতিবাদ জানিয়েছেন জেএনইউ ছাত্রদের একাংশ। জেএসইউ-তে পড়েছে ‘গো ব্যাক মোদী’ পোস্টারও। এমনকী প্রধানমন্ত্রীর ওই মূর্তি উদ্বোধন ও বক্তব্যের সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই ধরনা দেন বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যরা।এদিন নিজের বক্তব্যেও প্রধানমন্ত্রী বলেন, ‘দুনিয়ার সামনে ভারতের পরিচিতি দিয়েছেন বিবেকানন্দ।’ সেই প্রসঙ্গেই মোদীর মুখে উঠে এসেছে ‘আত্মনির্ভর ভারত’-এর কথাও। তিনি বলেন, ‘দেশ তখনই আত্মনির্ভর হয়, যখন আত্মনির্ভর হয় চিন্তাধারাও। জেএনইউ-তে রাজনীতি নিয়ে আলোচনা হয়, বিতর্ক হয়। দেশের এগিয়ে যাওয়ার জন্যে আলোচনা জরুরি।’ বিবেকানন্দর মূর্তি উন্মোচন করতে গিয়েও নিজের রাজত্বের তারিফ নিজেই করেছেন মোদি। বিবেকানন্দর কথা বলে গিয়ে তিনি বলেন, ‘মার্কিনদের বিবেকানন্দ বলেছিলেন, এই শতাব্দী আপনাদের। কিন্তু পরবর্তী শতাব্দী ভারতের। আজ আমরা সেই শতাব্দীতে আছি। আমরা পারবই স্বামীজির স্বপ্ন পূরণ করতে। আমাদের একজোট হয়ে তা করতে হবে।’ প্রধানমন্ত্রীর কথায়, ‘আমাদের দেশে বহু ভাবধারা এসে মিলিত হয় বলেই নতুন ভাবধারার জন্ম হয়। এই মনোভাব যেন আমাদের মধ্যে সব সময় থাকে।’ এরপরই নিজের শাসনকালের খতিয়ান দিতে গিয়ে মোদী বলেন, ‘কৃষকদের সুরক্ষা বাড়িয়েছি আমরা। গরিবদের কাছে পৌঁছে দিয়েছি দ্রুতগতির ইন্টারনেট। পাকা বাড়ি, শৌচাগার। দেশ এভাবেই আত্মনির্ভর হবে।’ যদিও বিকেকানন্দের মতো মনীষীর মূর্তি উন্মোচন করতে গিয়েও রাজনীতি বা বিতর্ক থেকে মুক্ত থাকতে পারলেন না প্রধানমন্ত্রী।