জেলা

আগামীকাল থেকে অতিরিক্ত ১৪টি ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

আগামীকাল থেকে অতিরিক্ত ১৪টি ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। মূলত যাত্রী সুবিধার কথা মাথায় রেখে করোনা আবহে বাড়তি ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গত ১১ নভেম্বর থেকে এই শাখায় মোট ৮১টি ট্রেন চলাচল করছিল। অতিরিক্ত ট্রেনগুলি মূলত – হাওড়া থেকে খড়গপুর, মেচেদা, পাশকুড়া, মেদিনীপুর শাখায় চলবে। দিনের ব্যস্ত সময়ে এই ট্রেনগুলি চালানো হবে। এদিকে, উৎসব শেষে আগামীকাল থেকে পুরোদমে কাজে ফিরতে চলেছে বাংলা। সেজন্য মঙ্গলবার থেকে বাড়তি যাত্রীর চাপ পড়বে পূর্ব রেলের হাওড়া-শিয়ালদহ শাখায়। সেই চাপ সামলাতে পূর্ব রেল কর্তৃপক্ষ বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের দাবি, আগামীকাল থেকে শিয়ালদহ শাখায় ৫৩৫টির বেশি ট্রেন চলবে। অন্যদিকে, হাওড়া শাখায় ট্রেনের সংখ্যা বেড়ে হবে সাড়ে তিনশোর বেশি।