২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সৈয়দের পাকিস্তানে ১০ বছরের জেল হলো ২টি সন্ত্রাসের মামলায়। পাকিস্তানের আদালতে সন্ত্রাসের মামলায় এটিই প্রথম সাজা নয়। লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রকাশ্য সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সৈয়দ ও তার কিছু সহযোগীর ফেব্রুয়ারিতে ১১ বছরের জেল হয়েছিল সন্ত্রাসবাদে অর্থ যোগানের মামলায়। বৃহস্পতিবার লাহোরের সন্ত্রাসবাদ-বিরোধী আদালত হাফিজ সৈয়দ সহ জামাত-উদ-দাওয়ার ৪ নেতাকে সাজা দিয়েছে। হাফিজ ও তার ২ সহযোগী জাফর ইকবাল ও ইয়াহায়া মুজাহিদকে সাড়ে ১০ বছরের সাজা দিয়েছে, আর তার শ্যালক আবদুল রহমান মাক্কিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। হাফিজ সৈয়দ ভারতে মোস্ট ওয়ান্টেড। সে ২০০৮এর মুম্বই হামলার মূল চক্রী। যে হামলায় ১০ জন জঙ্গি ১৬৬ জনকে খুন করেছিল ও জখম হয়েছিলেন আরো কয়েকশো। হাফিজকে বিশ্ব জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ ও আমেরিকা। আমেরিকা তার মাথার দাম রেখেছে ১০ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক চাপে পাকিস্তান গত বছর জুলাইয়ে সন্ত্রাসবাদে অর্থ যোগানের মামলায় হাফিজকে গ্রেফতার করে। তাকে রাখা হয়েছে লাহোরের কোট লাখপত জেলে।