জেলা মালদা

প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬, ঘটনাস্থল পরিদর্শনে এসটিএফ

মালদহের সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ফের বাড়ল মৃতের সংখ্যা। বিস্ফোরণে গুরুতর জখমকে কলকাতার হাসপাতালে স্থানান্তকরণের সময়ই মৃত্যু হয় তাঁর। মৃত বছর চুয়াল্লিশের আবু সায়েদ খান। সুজাপুরে কারখানায় বিস্ফোরণের তদন্তে শুক্রবার পৌঁছল রাজ্য পুলিশের এসটিএফ। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং জখমদের ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। বৃহস্পতিবারই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দ্রুত কলকাতা থেকে মালদহে গিয়ে জখমদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খবর নেন তিনি৷ পাশাপাশি আজই মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার করে চেক তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয় আহতদের পরিবারকেও৷ এদিকে, বিস্ফোরণের তীব্রটা খতিয়ে দেখতে শুক্রবার সন্ধেয় ঘটনাস্থলে যেতে পারে ফরেনসিক দল। অন্য দিকে, ঘটনাটি এরই মধ্যে রাজনৈতিক মোড় নিচ্ছে। কারণ সূত্রের খবর, ঘটনাস্থলে শুক্রবার পৌঁছতে পারে বিজেপি-র প্রতিনিধিদল।