বিদেশ

ডোকলাম থেকে ৯ কিমি.‌ দূরে ভুটানে গ্রাম তৈরি করে ফেলেছে চিন!‌

ভুটানে চিনা তৎপরতার জেরে ডোকলামে ফের উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিল। ভুটান ভূখণ্ডের দু’‌কিলোমিটার ভেতরে আস্ত গ্রাম বানিয়ে ফেলেছে চিন। চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের সাংবাদিক শেন শিওয়েই সেই ছবি টুইটারে পোস্ট করতেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ডোকলাম থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত ওই চিনা গ্রাম, প্যাঙ্গদা।  চিনা সাংবাদিকের পোস্টটি ছড়িয়ে পড়তেই সরিয়ে ফেলা হয় তা। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। বিশেষজ্ঞদের দাবি, ভুটানের ওই এলাকায় সেনাবাহিনীর প্রভাব কম। ফলত ওই এলাকায় নিজেদের বসতি তৈরি করে ফেলাকে ‘‌স্ট্র‌্যাটেজিক’‌ অবস্থান হিসেবেই দেখছে কূটনৈতিক মহল। গত ২০১৭ সালে ডোকলামে উত্তেজনা বেড়েছিল চীনের রাস্তা তৈরিকে কেন্দ্র করে। এই ঘটনার পর নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। চিনকে বসতি গড়তে ভুটানই অনুমতি দিয়েছে কিনা, সেবিষয়ে ভুটান সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সংবাদমাধ্যম।  কিন্তু এখনও কোনও বিবৃতি সামনে আসেনি।