শুক্রবার দিল্লিতে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্য়ান্য় শীর্ষস্থানীয় আধিকারিকরা ৷ গতকাল জম্মু ও কাশ্মীরে 4 জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয় বলে জানা গিয়েছে ৷ বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইট করে জানান, জম্মু ও কাশ্মীরে জইশের বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারের সেই সংঘর্ষে 4 জঙ্গিকে খতম করার পর, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাহিনী ৷