দেশ

এবার ‘ লভ জিহাদ ‘ এর বিরুদ্ধে আইন আনছে যোগী সরকার

মধ্যপ্রদেশ ও হরিয়ানার পর ‘ লভ জিহাদ ‘ এর বিরুদ্ধে বিশেষ কড়া আইন আনতে চলেছে উত্তরপ্রদেশ। প্রথম থেকেই আদিত্যনাথ যোগীর সরকার ‘ লভ জিহাদ ‘ ইস্যু নিয়ে সরব থেকেছে। একটি সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টে জানা গেছে এরই মধ্যে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর আইন দফতরকে এই মর্মে একটি প্রস্তাব পাঠিয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের সরকারের তরফে জানানো হয়েছিল ‘ লভ জিহাদ ‘ নিয়ে কড়া আইন আন্তে চলেছেন তাঁরা। ওই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী নরোত্তম মিশ্র সরাসরি জানিয়েছিলেন ‘ লভ জিহাদ ‘ রুখতে যে আইন আনা হচ্ছে সেই বিলটির নাম দেওয়া হচ্ছে ‘ মধ্যপ্রদেশ ফ্রিডম অফ রিলিজিয়ন বিল ২০২০ ‘. এই আইন মোতাবেক অভিযুক্তের নাম জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে। পাশাপাশি সেই অভিযুক্তের ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ডও হতে পারে। অন্যদিকে, একই সুরে হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষণা করেছিলেন যে ‘ লভ জিহাদের ‘ বিরুদ্ধে কঠিনতর আইন তৈরির জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। বিবাহের মাধ্যমে ধর্মান্তকরণের যুক্ত কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে তাঁকে যেন কঠোর সাজা দেওয়া হয়, তার দিকেও কড়া নজর রাখা হবে।