দেশ

অর্থ, বিদেশ ও জাতীয় নিরাপত্তা বিষয়ে নীতি নির্ধারণের জন্য দলের মধ্যেই কমিটি গঠন করলেন সোনিয়া

দলের মধ্যেই বিরোধী সুর মাথাচাড়া দিয়েছে। এর মধ্যেই চিকিৎসকদের পরামর্শে গোয়ার পৌঁছেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কিন্তু এর ফাঁকেই অর্থ, বিদেশ ও জাতীয় নিরাপত্তা বিষয়ে নীতি নির্ধারণের জন্য দলের মধ্যেই কমিটি গঠন করলেন সোনিয়া। তিনটি কমিটিতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিং। নীতি নির্ধারণে নবগঠিত কংগ্রেসের অর্থ কমিটিতে রাখা হয়েছে পি চিদাম্বরম, মল্লিকার্জুন খাড়গে ও দ্বিগিজয় সিংকে। এই কমিটির আহ্বায়ক প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জয়রাম রমেশ। বিদেশ বিষয়ক কংগ্রেসের নীতি নির্ধারক কমিটির সদস্য আনন্দ শর্মা, শশী থারুর সলমান খুরশিদ ও স্তগিরি উলাকা। খুরশিদ এই কমিটির আহ্বায়ক। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলামনবি আজাদ, বীরাপ্পা মইলি, ভিনসেন্ট এইচ পালা ও ভি ভাইথিলিয়াঙ্গম হলেন দলের জাতীয় নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারণ কমিটির সদস্য। পালাকে এই কমমিটির আহ্বায়ক কা হয়েছে।