সপ্তাহের প্রথম দিন থেকেই চলবে ৬১৩টি ট্রেন
আগামীকাল থেকে বাড়ানো হচ্ছে ট্রেন। শিয়ালদহ উত্তর, দক্ষিণ, মেন, শাখায় বাড়ছে ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই ট্রেন চলবে ৬১৩টি। বিশেষ করে শিয়ালদহ-কৃষ্ণনগর-লালগোলা সেকশনে বাড়ানো হচ্ছে ট্রেন। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। সকাল ৮ টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭টা অবধি চলবে ঘন ঘন ট্রেন। বিশেষ করে বড় বড় স্টেশনে ভিড়ের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই লেডিজ স্পেশাল বা মাতৃভূমি চালাতে রাজি নয় রেল। আপাতত পরিষেবা বেশি ট্রেন চালিয়ে স্বাভাবিক করতে চায় রেল। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেল, ৮১টি ট্রেনের বদলে ৯৫টি চালাচ্ছে। এই বাড়তি ট্রেন সকাল, বিকেল অফিস টাইমে দেওয়া হল। আগামী ১১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেল প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল ৪০ জোড়া অর্থাত্ ৮১ খানা ট্রেন চালাবে তারা। হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, আমতা শাখায় শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এছাড়া শালিমার, সাঁতরাগাছি, দিঘা থেকেও চালানো হচ্ছে বেশ কয়েকটি লোকাল। যাত্রী সংখ্যা বেড়েছে তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল।