প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে তল্লাশি চালানোর অপরাধে বরখাস্ত করা হয়েছে নির্বাচনী পর্যবেক্ষককে। গতকাল ওড়িষ্যার পশ্চিমাঞ্চলীয় সম্বলপুরে এই ঘটনা ঘটে। নির্বাচন কমিশন তাদের ওডিশার পর্যবেক্ষক মহম্মদ মহসিনকে সাসপেন্ড করেছে। কারণ তিনি কমিশনের এসপিজি নিরাপত্তা সংক্রান্ত নিয়মবিধি ভেঙেছেন। কিন্তু কংগ্রেসের দাবি, সংশ্লিষ্ট নির্বাচনী নিয়মবিধিতে এসপিজি–নিরপত্তা যাঁরা পেয়ে থাকেন, তাঁদের জন্য আলাদা করে কিছু লেখা নেই। কাজেই ঘটনাটি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এর আগে দুই বিরোধী-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের হেলিকপ্টারেও তল্লাশি হয়। এঁরা হলেন ওডিশার নবীন পট্টনায়ক ও কর্ণাটকের এইচডি কুমারস্বামী। সেজন্য কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বিরোধীরা কমিশনের এই সিদ্ধান্তকে ‘পক্ষপাতমূলক’ বলে অভিযোগ করছে। সংশ্লিষ্ট অফিসার অবশ্য মুখ খুলতে রাজি হননি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে লিখেছেন, ‘মোদিজি কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহার করছেন। তাঁর অঙ্গুলিহেলনে আয়কর দপ্তর বিরোধী দলের নেতাদের বাড়িতে হানা দিচ্ছে। সেই মোদিজি মাত্র ১৫ মিনিটের তল্লাশিতে ভয় পেয়ে গেলেন! নির্বাচনী আধিকারিককে সরাতে হল!’
ফাইল চিত্র।