মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডকে হারাতে প্রয়োজন ভ্যাকসিনের। আর সেই ভ্যাকসিন চলতি বছরের মধ্যেই দেশের সব রাজ্যগুলির হাতে তুলে দেওয়া শুরু করবে কেন্দ্র সরকার। ঠিক তার আগে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরে ফেলতে চান প্রধানমন্ত্রী। সেই বৈঠকে মূলত ভ্যাকসিন কীভাবে সংরক্ষন ও বন্টন করা হবে এবং প্রথম পর্যায় কারা তা পাবেন সেই নিয়েই আলোচনা হবে। আর এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকের কারনেই বদলে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া জেলার সফরসূচি। আগামী মঙ্গলবার মোদির সঙ্গে বৈঠকের জেরেই এদিন দুপুরেই বাঁকুড়ায় চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরবেন মঙ্গলবার সকালে। আর সেদিন বেলা ১১টাতেই থাকছে ভ্যাক্সিন নিয়ে মোদি-মমতার ভার্চুয়াল বৈঠক। একদম শেষ মুহুর্তে বদলে গেল মুখ্যমন্ত্রীর সফরসূচি। কারন অবশ্যই আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক। সেই কারনেই এদিন দুপুরেই কলকাতা থেকে হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাতে থাকছেন মুকুটমণিপুরে। এদিন রাতে দলের নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের একটি সম্ভাবনা রয়েছে। সোমবার দুপুর ১টা নাগাদ খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামে জনসভা করবেন তিনি। তারপরই বাঁকুড়ায় এসে দুপুর ৩টে নাগাদ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বসবেন পর্যালোচনা বৈঠকে। মঙ্গলবার সকালে বাঁকুড়া-১ ব্লকের শুনুকপাহাড়ি হাট ময়দানে মুখ্যমন্ত্রীর যে দলীয় সভা করার কথা ছিল তা আপাতত বাতিল করা হচ্ছে। কারন মঙ্গলবার সকালেই হেলিকপ্টারে করে কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। এরপর নবান্ন থেকেই ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।