মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, করোনা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য দেখালে এরপর কোভিডের সুনামি হতে পারে। তখন তা আর সামাল দেওয়া যাবে না। তাই সবাইকে যথাযথ কোভিড প্রটোকল ও সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। করোনা অতিমারিতে এমনিতেই দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর এবার নয়া নির্দেশিকা জারি হল মহারাষ্ট্রে। এখন থেকে দিল্লি, গুজরাট, রাজস্থান ও গোয়া থেকে যেসব মানুষ মহারাষ্ট্রে আসবেন তাঁদের বাধ্যতামূলকভাবে কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে। অর্থাত্ এরাজ্যে প্রবেশের জন্য দিল্লি, গুজরাট, রাজস্থান ও গোয়া থেকে আসা মানুষজনের কোভিড টেস্ট মাস্ট। মহারাষ্ট্র সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, বিমানযাত্রীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা আগের কোভিড টেস্টের রিপোর্ট ও ট্রেনযাত্রীদের ক্ষেত্রে ৯৬ ঘণ্টা আগে করা রিপোর্ট পেশ করলে তবেই যাত্রীদের রাজ্যে প্রবেশাধিকার থাকবে। শুধুমাত্র আরটি-পিসিআর পদ্ধতিতে করা রিপোর্টই গ্রাহ্য হবে। বাসযাত্রীদের ক্ষেত্রে আন্তঃরাজ্য চলাচলের চেকপোস্টে রিপোর্ট দেখাতে হবে। যারা টেস্ট না করিয়ে বিমানবন্দর বা স্টেশনে আসবেন তাঁদের জন্য সেখানে কোভিড টেস্টের যে ব্যবস্থা থাকবে সেখানেই নিজেদের খরচে টেস্ট করাতে হবে। কোভিড রিপোর্ট নেগেটিভ হলে এবং কোনও শারীরিক উপসর্গ না থাকলে তবেই মিলবে মহারাষ্ট্রে ঢোকার ছাড়পত্র।