দেশ

যাত্রীর অভাবে নরেন্দ্র মোদির সাধের তেজস এক্সপ্রেস বন্ধ করল আরসিটিসি

লকডাউনের পর ফের চালু হয়ে একমাসও যায়নি। এর মধ্যেই নরেন্দ্র মোদির সাধের তেজস এক্সপ্রেস যাত্রীর অভাবে সোমবার থেকে বন্ধ করে দিল আইআরসিটিসি। লখনউ-দিল্লি এবং মুম্বই-আমেদাবাদ দুটি রুটেই বন্ধ হয়ে গেল পরিষেবা। দেশের প্রথম বেসরকারি রেল পরিষেবা, প্রধানমন্ত্রীর সাধের তেজস এক্সপ্রেস গত মার্চে লকডাউনের সময় থেকে এতোদিন বন্ধ ছিল। তারপর উত্‍সবের মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে গত অক্টোবর থেকে ফের চালু হয়েছিল ট্রেন পরিষেবা। কিন্তু সোমবার বিজ্ঞপ্তি দিয়ে আইআরসিটিসি জানিয়েছে, কোভিড মহামারীর জন্য হওয়া যাত্রীর অভাবে সোমবার থেকে লখনউ-দিল্লি রুটের ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেল। এবং মঙ্গলবার থেকে আমেদাবাদ-মুম্বই রুটের ট্রেন পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে। এই দুটি রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলির যাত্রী সংখ্যা দেখার পর তেজস এক্সপ্রেস ফের চালু করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কোম্পানি। গত মাস, অক্টোবরে তেজস এক্সপ্রেসে যাত্রীদের হার ছিল ২৫-৪০ শতাংশ। অথচ লকডাউনের আগেও এই ট্রেনেই যাত্রীদের হার ছিল প্রায় ৫০-৮০ শতাংশ। এভাবে যাত্রী সংখ্যা কমে যাওয়ার পিছনে কোভিড মহামারীই অন্যতম কারণ বলেই মনে করছে আইআরসিটিসি।